বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১

বিকার

* বিকার By Vamti Hossen · Saturday, September 10, 2011 ফড়িঙের মনঘরে ঘাস লতা ফুল পাখিদের ডানা মাখে মেঘের আদর মাতাল হয়েছে আজ ভিখিরীর মন কুড়িয়ে পেয়েছে কিছু ডলার পাউন্ড জোশ হবে খাদ্য খানা, ছানা পোনা মাগ, একটি মেয়েমানুষ। বিকার শিকার হয় ,স্বপ্নের বলি হয় ,অকালে। পলিথিন আব্রুর ফোকটে, উঁকি দিলে সকালের রোদ, চরোসের ঘোর, রাজাদের রমণের সোরে উবে যায় দূরে। একটি শরীর চাই কেবল একটি, ফুটো শানকিতে পড়ে একটি আধূলি। প্রহসন By Vamti Hossen · Friday, September 9, 2011 ঝরে পড়া পাতাদের মাড়িয়ে গিয়েছি শেফালীর বোঁটা ছিঁড়ে রাঙিয়েছি জামা বকুলের শুকানো মালার ঘ্রাণ উপেক্ষা করেছি অভিশাপ আছে জীবনের ভাঁজে ভাঁজে পরাজয় কথা সাপভ্রষ্ট মানবের ললাট লিখন

অভিযোজন

ঘামে রক্তে মিশে গেছে অভিযোজিত জীবন এক।

অগ্নিপিণ্ড তারপর, ক্রমশ শীতল

ভূত্বক অবধি।

প্রতি ধাপে ধাপে ,খাপ খেয়ে গেছি বেশ।

তাই আজ, অপ্রেমে নাস্তিতে,

এই বেশ ভালো আছি ,অনায়াস বলা।

কৃচ্ছতা সাধনে পাই ,কামধেনু এক,

বিগত শতকে।

দুঃখ জরা ব্যাধি ক্লেশে দিয়েছে ভরিয়ে

বিলুপ্তির ডামাডোলে ,বিজয়ের হাসি হেসে একা,

টিকেগেছি আমি, এক বৃদ্ধ আরশোলা।

তবু চোখ ভেজে দেখে, আষাঢ়ের মেঘ।

অভিযোজিত হয়নি যক্ষের হৃদয়।

মেঘদূতে এখনও পাঠাই ,অলকার বিলুপ্ত

নগরীর দ্বারে,

ঘাসে মেশা প্রেম আর প্রেমিকার কাছে।